প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
ড্রাইভার্স ইউনিয়ন কলকলিয়া উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে চাকা মার্কায় সভাপতি পদপ্রার্থী মোঃ নানু মিয়া শ্রমিক বৃন্দে ভোট সহ সকলের দোয়া- ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক ও ট্যাক্সি কার ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃ নং-চট্র-১৯২৬ এর অন্তর্ভুক্ত কলকলিয়া উপ -পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চাকা মার্কায় সভাপতি পদপ্রার্থী মোঃ নানু মিয়া শ্রমিক বৃন্দের দোয়া -ভালবাসা, সমর্থন ও ভোট প্রার্থনা করার পাশা-পাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন। তিনি ইতিপূর্বে তিনবার দক্ষতার সহিত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ ব্যাপারে সভাপতি পদপ্রার্থী মোঃ নানু মিয়া বলেন, এই নির্বাচনে আমি আবারও সভাপতি পদপ্রার্থী হয়েছি। এর আগেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি শ্রমিক কল্যাণে সার্বক্ষণিক কাজ করতে চাই। আমি আমার সহপাঠী শ্রমিক বৃন্দে দোয়া -ভালবাসা ও ভোট প্রতয়াশী। শ্রমিক বৃন্দের ন্যায্য অধিকার ও দাবী বাস্তবায়নে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। মানুষ মাত্রই ভূল থাকতে পারে। আমি যদি বিগত সময়ে দায়িত্বভার পালন করতে গিয়ে ভূল-ত্রুুটি করি থাকি তাহলে ক্ষমাশীল চোখে দেখে নিতে সকলের প্রতি অনুরোধ রাখছি। এবং আগামী ২২ শে ফেব্রুয়ারী রোজ শনিবার চাকায় মার্কায় ভোট দিয়ে আমাকে আবারো সভাপতি নির্বাচিত করার জন্য সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও ভোট প্রার্থনা সহ সার্বিক সহযোগিতা কামনা করছি।
US BANGLA BARTA is proudly powered by WordPress