সুনামগঞ্জে শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

সুনামগঞ্জে শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ‍্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে। ২৬ শে জানুয়ারী রোজ  রবিবার সন্ধ‍্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অ‍্যাড. শেরেনুর আলী, জেলা বিএনপির সদস‍্য মুনাজ্জির হোসেন সুজন।

সভায় স্বাগত বক্তব‍্য রাখেন বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির সভাপতি মঈন খান বাবলু। তিনি বক্তব‍্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সচেতনমহলের সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব‍্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আয়োজন নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু আমরা সবাইকে বলেছি মেলায় কোনো প্রকার অপসংস্কৃতি হবে না। মেলা কর্তৃপক্ষ কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, গান-বাজনার শব্দ যাতে বাইরে না যায় সেই দিকটা বিবেচনায় রাখতে হবে। কারণ আশপাশ এলাকায় শিক্ষার্থী, রোগী ও শিশুরা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।তিনি বলেন, এই মেলার মাধ‍্যমে স্থানীয় শিল্প-পণ‍্য সকল জায়গায় ছড়িয়ে পড়বে। এমনটাই চান মাননীয় প্রধান উপদেষ্টা। স্থানীয় শিল্প-পণ‍্য এই মেলায় বাজারজাত হবে। তিনি বলেন, মেলায় আগতদের দ্বারা বা বিক্রয়ে প‍্যাকেট করে পলিথিনের ব‍্যবহার অবশ‍্যই পরিহার করতে হবে। সভা উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী পাভেল।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ


Manual1 Ad Code
Manual8 Ad Code