বর্তমান সরকার কি গ্রহণ যোগ্য নির্বাচন দিতে পারবে- জিএম কাদের

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

বর্তমান সরকার কি গ্রহণ যোগ্য নির্বাচন দিতে পারবে- জিএম কাদের

ফাইল ছবি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। এমন বাস্তবতা থেকে উত্তোরণের জন্য শক্তিশালী সরকার দরকার। শক্তিশালী সরকারের জন্য গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন দরকার। বর্তমান সরকার কি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে?
বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, এখনই তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতাদের গ্রেফতার করা হলে, তাদের জামিন দিচ্ছে না। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে। আমাদের নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে। বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে, তাতে গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না।

ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদষ্টো মো. খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।
সুত্রঃ যুগান্তর অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ