যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান অনুষ্টিত

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২২

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে চট্রগ্রামের ঐতিহ্যবাহী  মেজ্জান অনুষ্টিত

তৌফিকুল আম্বিয়া টিপুঃ

“চলো যাই মেজ্জান খাই” এ শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় গতকাল ২৫শে জুন আমাদের চট্রগ্রাম অব কানেকটিকাটের উদ্যোগে কানেকটিকাটের ব্রীজপোর্ট সী সাইড পার্কে আয়োজন করা হয় এক বিশাল চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মিলাদ এবং দোয়ার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। দোয়া পরিচালনা করেন নিউ ইয়র্ক থেকে আগত একজন বিজ্ঞ মাওলানা।

ঐতিহ্যবাহী এ মেজবানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ।অত্যন্ত সুস্বাদু খাবার এবং শুশৃংখল পরিবেশে পরিবেশন করা হয় এ মেজবানে।এখানে প্রায় হাজারের উপরে লোকের সমাগম হয়। মেজবানে কানেকটিকাটের বিভিন্ন শহর, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং বোস্টন সহ দুর দুরান্ত থেকে লোক এসে সমবেত হয়।
গতকালকের সী সাইড পার্কের দৃশ্য দেখে মনে হয়েছিল, এটা যেন একটি ক্ষুদ্র বাংলাদেশের প্রতিছবি। আগত ছোট বড় সবাই এ দিনটি উপভোগ করেন।
অন্য দিকে বাংলাদেশে বৃহত্তর সিলেটে ভয়াবহ অকাল বন্যায় অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট(বাক) সেখানে ফান্ড রাইজিংয়ের ব্যবস্হা করে। সকল অতিথিবৃন্দ এ ফান্ড রাইজিং-এ অংশ গ্রহন করেন।এখানে আনুমানিক চার হাজার ডলার সংগ্রহ করা হয়।
বাক- এর  ফান্ড রাইজিং-এ  বর্তমান উপদেষ্টা এবং কর্মকর্তারা সহযোগিতা করেন এবং বাক-এর  সাবেক সভাপতি সিলেটের কৃতিসন্তান মইনুল হক চৌধরী হেলাল, সুনামগন্জ জেলা সমিতির ইউএসএ ইনকের সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু সহ সিলেটের অনেকে ফান্ড রাইজিং-এ সহযোগিতা করেন।
মেজবানে আহবায়কের দায়িত্বে ছিলেন আলী আকবর বাপ্পি, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ চৌধুরী তারেক, সদস্য সচিব মোহাম্মদ উল্ল্যা, যুগ্ম সদস্য সচিব আসিফ ইকবাল,উপদেষ্টা আহমেদ হোসেন মুন্না, সমন্বয়ক বাকের বর্তমান সভাপতি নুরুল আলম এবং কোষাধক্ষ ছিলেন আয়ুব চৌধুরী এবং প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ