প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
সুনামগন্জ প্রতিনিধিঃ দোয়ারাবাজারে জমিতে পানি দিতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলার বীরসিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন তার চাষকৃত জমিতে সেচ দেওয়ার জন্য পানির বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress