প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
সিলেট প্রতিনিধিঃ সিলেটে গলাটিপে সাবিহা হোসেন (দেড় বছর) নামে দেড় বছরের শিশু সন্তানকে হত্যা করলেন মা।
এ ঘটনার পর ‘ঘাতক’ মা নাজমিন জাহানকে (২৮) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করলে তাকে আটক দেখায় পুলিশ।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট শহরতলীর মেজরটিলা নিপবন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাবিহা হোসেন কাতার প্রবাসী সাব্বির হোসেনের মেয়ে। আটক নারী স্থানীয় স্কলাসটিকা হোম স্কুলে শিক্ষকতা করেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী থানায় আত্মসমর্পন করেন। এরপর তার দেড় বছরের কন্যা শিশুকে গলাটিপে হত্যার কথা স্বীকিার করে বলেন, তার স্বামী প্রবাসে থাকেন। স্বামীর সঙ্গে কলহের জের ধরে নিজের শিশু সন্তানকে হত্যা করেন তিনি।
তিনি বলেন, ৪ দিন আগে তার স্বামী কাতার থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর পরকীয়ার জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া বাধে। এরই জের ধরে একমাত্র কন্যা সন্তান সাবিহাকে গলাটিপে হত্যা করে। পরে শিশুটিকে তার বাবা উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সিলেট মহানগর পুলিমের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনাটি জানার পর তিনি ওই বাসায় যান। এ বিষয়ে তিনি বিস্তারিত খবর নিচ্ছেন।
এদিকে, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest