প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
সিলেট প্রতিনিধিঃ সিলেটে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনের পাশে। অপরিপক্ক নবজাতকের মরদেহটি নিয়ে টানাটানি করছিল কুকুর।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মরদেহটি উদ্ধার করেছে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেলে নগরের কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশে ডাস্টবিনের পাশে সদ্য ভূমিষ্ঠ অপরিপক্ক মেয়ে নবজাতকের মরদেহ কুকুরকে খেতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
এলাকাবাসীর ধারনা মৃত অপরিপক্ক নবজাতকের দেহ কে বা কারা রাতের বেলায় ডাস্টবিনে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।
এ বিষয়ে শাহপরান (র.) থানার সাধারণ ডায়েরি (নং-৩৬৯) করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest