প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ইং উদযাপন করা হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ ই আগষ্ট রোজ মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণ এর মধ্য দিয়ে এক বিশাল র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের উপজেলা সদর এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এর সভাপতিত্বে আলোচনা সভা সনদপত্র ও ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ ও জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা স্বীকৃতি প্রাপ্ত কোচ রুহুল আমীন রাহুল।
এসময় প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress