সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় দুইলক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় দুইলক্ষ টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি ঃসুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাও এলাকায় ও ধোপাজান নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় দুইজন কে দুইলক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা প্রদান করা হয়। অভিযুক্তরা পৌরসভাধীন ষোলঘর এলাকার মৃত আকবর খাঁনের ছেলে আব্দুল্লাখান, সুরমা ইউনিয়নের ইব্রাহির গ্রামের সামছুন্নুরের ছেলে বুরহান উদ্দিন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারি কমিশনার( ভূমি) সাদিয়া সুলতানা জানান অবৈধভাবে বালুও মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে শহরের ষোলঘর এলাকার মৃত আকবর খাঁন ছেলে আব্দুল্লাখাঁন, সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সামছুন্নুর -র ছেলে বুরহান উদ্দিন কে দুইলক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারিদের বিরোদ্ধে চলমান এই অভিযান অব্যাহত রাখা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ