দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৩

প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৩

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি প্রাইভেটকার রেলগেটের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘনকুয়াশায় রেলগেট দেখা যাচ্ছিল না। রেলগেটে কোনো গেটম্যানও ছিল না। এসব কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ