প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
ইউএস বাংলা বার্তা প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন, জগন্নাথপুর উপজেলার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রিতি প্রতিষ্টা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১শে জানুয়ারী সোমবার ইসলামিক ফাউন্ডেশন, জগন্নাথপুর উপজেলার আয়োজনে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে উপজেলা ফিল্ড সুপারভাইজার মাও আব্দুল কায়ুম এর সভাপতিত্বে এবং মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমানের পরিচালনায় সাম্প্রদায়িক সম্প্রিতি প্রতিষ্টা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারমজান আলহাজ্ব আতাউর রহমান।
সভায় বিশেষ অতিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুর সত্তার, সাব ইন্সপেক্টর জিয়া উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন, জগন্নাথপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার আব্দুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রানিগঞ্জ সাধারন রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মোঃ শিশু মিয়া,মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাও: ফজলুল করিম, সাধারন সম্পাদক আশরাফ আলী, শিক্ষক হাফিজ শমছু মিয়া সুজল, মোঃ জামাল হোসাইন সহ প্রশিক্ষণ প্রাপ্ত সম্মানিত ইমাম বৃন্দ।
US BANGLA BARTA is proudly powered by WordPress