প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া ভাই-বোনেরা হল- ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের ছেলে সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাফওয়ান ও মিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পেছনের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
সুত্রঃ ড্রীম সিলেট
US BANGLA BARTA is proudly powered by WordPress