সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ বুস্টার ডোজ নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। গত বছরের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এলো।

এ সংক্রান্ত আরও সংবাদ