জগন্নাথপুর খাদ্য গুদাম সংলগ্ন নলজুর নদীর উপর দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ অনুমোদন

প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

জগন্নাথপুর খাদ্য গুদাম সংলগ্ন নলজুর নদীর উপর দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ অনুমোদন

 

হুমায়ূন কবীর ফরীদি## জনগণের ভোগান্তি নিরসনে জগন্নাথপুরের নলজুর নদীর উপর প্রায় ১৩ কোটি টাকা ব্যায় সাপেক্ষে আর্চ ব্রীজ নির্মাণ কাজ এর প্রাক্কলন অনুমোদিত হয়েছে। এতে উপজেলাবাসীর মাঝে আনন্দের ঝড় বইছে।

বিগত এরশাদ সরকার এর শাসনামলে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ খাদ্য গুদাম সংলগ্ন নলজুর নদীর উপর নির্মিত সরু ব্রীজটি জগন্নাথপুরবাসীর গলার কাটা হয়ে দাড়িয়েছে। জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর-সিলেট সড়কের সংযোগ স্থাপনকারী এই ব্রীজ এর উপর দিয়ে দীর্ঘদিন ধরে যানজটের শিকার হয়ে জগন্নাথপুর উপজেলা ও পৌরবাসী সহ ভাটির জনপদ দিরাই উপজেলার বৃহত অংশের মানুষ জীবন জীবিকার তাগিদে দৈনন্দিন কাজে বিভাগীয় শহর সিলেট, সুনামগঞ্জ ও রাজধানী শহর ঢাকায় যাতায়াত করা সহ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াত করে আসছেন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। এই ভোগান্তি নিরসনে জগন্নাথপুর -শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সাংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর প্রাণপণ প্রচেষ্টায় এই পুরাতন সরু ব্রীজটি ভেঙ্গে একই স্থানে প্রায় ১৩ কোটি টাকা ব্যায় সাপেক্ষে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ নির্মাণ কাজ এর প্রাক্কলন ২৪ শে জানুয়ারী  অনুমোদিত হয়েছে। টেন্ডারের মাধ্যমে এখন শুধু নির্মাণ কাজ শুরু হবার পালা।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ গোলাম সারোয়ার বলেন, ২৪ শে জানুয়ারী  প্রায় ১৩ কোটি টাকা ব্যায় সাপেক্ষে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সহ পৌর শহরস্থ খাদ্য  গুদাম সংলগ্ন নলজুর নদীর উপর দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ অনুমোদন হয়েছে।ব্রীজটির দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্ত ১১.২৫ মিটার। এখন টেন্ডার প্রক্রিয়া শেষে চলতি সনের আগামী মার্চ মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।

এই ব্রীজটি অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ সহ জগন্নাথপুরবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ