কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির পুর্নাংগ কার্যকরী কমিটি ঘোষনা হবে আগামী কাল

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির পুর্নাংগ কার্যকরী কমিটি ঘোষনা হবে আগামী কাল
কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির পুর্নাংগ কার্যকরী পরিষদ ঘোষনার লক্ষে একটা বিশেষ সাধারন সভা আগামী কাল ২৩ শে জানুয়রী ২০২২ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায়, লন্ডন সময় দুপুর ২টায়, আমেরিকা সময় সকাল ৯টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অহবান করা হয়েছে।  সংগঠনের গত সাধারন সভার দায়িত্বপ্রাপ্ত সিলেকশন কমিটির প্রধান জনাব আবুল কালাম(সাদিপুর) এ বিশেষ সাধারন সভাটি ডেকেছেন। জুম আইডিঃ ২২৭ ৪৮২ ৫৯০৪

সভার এজেন্ডাঃ  ১) পুর্নাংগ কার্যকরী  কমিটি উপস্থাপন এবং অনুমোদন।২) হুয়াটসআপ গ্রুপ খোলার ব্যাপারে আলোচনা।৩) কার্যকরী কমিটির অভিষেক এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ।৪) বিবিধ।

উল্লেখ্য গত ৯ ই জানুয়রী ২০২২ তারিখে জনাব আবুল কালামকে প্রধান করে ৮ সদস্যের একটি সিলেকশন কমিটি গঠন করা হয়। সিলেকশন কমিটিতে আবুল কালাম (সাদিপুর) এর সাথে সদস্য হিসাবে  মোঃ সফিকুল ইসলাম (মোল্লার গাঁও), আব্দুল্লা হাসিম (নাদামপুর), আজিজুর রহমান ময়না (পাড়ার গাঁও), আলহাজ্ব রফিক মিয়া চেয়ারম্যান ( পাড়ার গাঁও), ফারুক আহমেদ(পাড়ার গাঁও), নুরুল হোসাইন (বালিকান্দি), আলহাজ্ব সামসুল হক (বালিকান্দি) ছিলেন।

কলকলিয়া ইউনিয়নের ডেভলপমেন্ট সোসাইটির সংশ্লিষ্ট  সকলকে উক্ত বিশেষ সভায় উপস্তিত থাকার অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ