প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দিরাই -শাল্লার সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নাছির উদ্দীন চৌধুরীর রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবে এর উদ্যোগে আজ ২২ শে জানুয়ারী রোজ শনিবার যুহরের নামাজের পর আজমল হোসেন চৌধুরী জাবেদ এর দিরাই পৌর শহরস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সময়ে দিরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈণ উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, এ কে সোহাগ, দিলুয়ার হোসেন, সহ সভাপতি সজিব রশিদ চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম প্রমূখ।
বেগম খালেদা জিয়া ও নাছির উদ্দীন চৌধুরীর রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জালাল উদ্দীন।
এময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress