সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন “পিপিএম “পদক পাচ্ছেন

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন “পিপিএম “পদক পাচ্ছেন

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের  সহকারী পুলিশ সুপার ( ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ২০২০ ও ২০২১ সালে পুলিশ বাহিনীর সদস্যদের সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পাচ্ছেন। বিল্লাল হোসেন বিসিএস ৩৪ ব্যাচের ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। আগামী ২৩ শে জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহে তাকে এই পদক দেয়া হবে।পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এ বিষয়ে মো,বিল্লাল হোসেন বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, বিকল্প বিরোধ নিষ্পত্তি, পুলিশের ভাবমূর্তি উন্নত করাসহ পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতার কারণে এ পদক দেয়া হচ্ছে। ছাতক সার্কেল (ছাতক ও দোয়ারাবাজার থানা) শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে কর্তৃপক্ষ তাকে এ পদকে সম্মানিত করছেন। এ অর্জন শুধু তার নয় এমন মন্তব্য করে তিনি বলেন, পুরো সুনামগঞ্জ জেলা পুলিশ ও ছাতক-দোয়ারাবাজার বাসীর জন্য এ অর্জন। এবারের পুলিশ সপ্তাহে ২০২০ এবং ২০২১ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং সেবার স্বীকৃতি হিসেবে যথারীতি চার ধরনের পদক দেওয়া হবে। তার মধ্যে ‘করোনাযুদ্ধে’ প্রাণ হারানো পুলিশের ১০৬ সদস্যকে মরণোত্তর সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সাহসিকতা)দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ