প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
ইউএস বাংলা বার্তা সিলেট প্রতিনিধিঃ
সিলেটে মহামারি করোনাভাইরাস এখন লাগামহীন বেড়েছে ছুটছে। গত চব্বিশ ঘন্টায় সাড়ে তিন শতাধিক আক্রান্ত করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮.৬১ ভাগ।
শনাক্তকৃতদের মধ্যে ২২৯জন সিলেটের বাসিন্দা।বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ৭৮ জন ও হবিগঞ্জের ২৬ জন।
গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৪ জন।
সিলেট বিভাগে সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৬৯৬ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৮৮ জন। মারা গেছেন ১১৮৭ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে হাসপাতালে ৭৮ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress