প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
“পাঠান” সিনেমার “বেশরম” গানের একটি দৃশ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে জড়িয়েছে। প্রথমে ভারতের ডানপন্থী সংগঠনের একটি অংশ এবং কয়েকজন বিজেপি নেতা গানের কোরিওগ্রাফি নিয়ে আপত্তি তোলেন। এমনকি ‘পাঠান’ সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলেন তারা। এছাড়া দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বিতর্ক।
এবার গানটি নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন সাজ্জাদ আলি। পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক সরাসরি কোনো অভিযোগ না করলেও ‘পাঠান’ সিনেমার এই গানটি তার পুরনো একটি গান থেকে নকল করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।
সাজ্জাদ আলি সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, কয়েকদিন আগে ইউটিউবে নতুন বলিউড সিনেমার গান শুনছিলাম। একটা গান শুনে ২৫ বছর আগে আমার তৈরি করা একটা গানের কথা মনে পড়ে গেল।
এসময় সাজ্জাদ আলি তার গানটির কিছু অংশ গেয়েও শোনান। তিনি অবশ্য সরাসরি কোনো গানের নাম উল্লেখ করেননি। তবে তার গান শুনে নেটিজেনরা ঠিকই বুঝে নিয়েছেন, তিনি কোন গানের দিকে ইঙ্গিত করেছেন।
সাজ্জাদ আলির ভিডিওতে একজন মন্তব্য করেছেন, বেশরম রঙ গানের সঙ্গে সুরের খুব মিল। পাকিস্তানের এক নাগরিকের দাবি, ভারতীয়রা বরাবর পাকিস্তানিদের নকল করে। কিন্তু কৃতিত্ব দেয় না।
US BANGLA BARTA is proudly powered by WordPress