ছাতকের তাতিকোনায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

ছাতকের তাতিকোনায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতক পৌরসভার এলাকা থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই স্কুল ছাত্রীর নাম ফাহিমা বেগম (১২)। সে পৌরসভার ৯নং ওয়ার্ডের তাতিকোনা এলাকার আব্দুল করিমের হেরাই’র মেয়ে।

এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) সকালে বাড়ীর লোকজন ফাহিমাকে ঘরে না দেখে বাড়ীর পাশে একটি কাঠাল গাছের ডালে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে দাবি করা হলেও এর কোন কারণ জানাতে পারেননি।

থানার উপ-পরিদর্শক দিপংকর বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই স্কুল ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ