প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সিলেটে ‘চাকরি মেলা’র আয়োজন করেছে দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠান জার্নিমেকারজবস। আগামী ২৪ মার্চ সিলেট নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের চাকরি প্রদানের লক্ষে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উপস্থিত থাকবে।
এক দিনব্যাপী এই আয়োজনে অনলাইনে আবেদন করা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের শূন্য পদে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ২২ মার্চ ২০২২ (রাত ১২ টার মধ্যে)।
চাকরিপ্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট www.journeymakerjobs.com ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে। জব ফেয়ারে সিলেটের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ করতে পারবেন।
এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছেন এডুকেশন এট, গোল্ড স্পন্সর কার্নিভাল ইন্টারনেট, সিলভার স্পন্সর ইয়েলো ফ্যাশন, মিডিয়া এন্ড মার্কেটিং পার্টনার হিসেবে আছেন এডইকো লিমিটেড এবং ভলান্টারি পার্টনার হিসেবে আছে আছেন ভিবিডি সিলেট জেলা।
US BANGLA BARTA is proudly powered by WordPress