বাকীতে সিগারেট না পেয়ে ব্যবসায়ীর কান কামড়ে ছিড়ে দিয়েছে যুবক

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

বাকীতে সিগারেট না পেয়ে ব্যবসায়ীর কান কামড়ে ছিড়ে দিয়েছে যুবক

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কামড়ে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা গুরুতর আহত দোকাদনার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি ওই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন বাকিতে সিগারেট নিতে যান। তবে দোকানি বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানান এবং আগের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করেন, তবে তিনি ব্যর্থ হন। পরে দোকানির ডান কানে কামড় দেন এবং এতে কান ছিঁড়ে যায়।
আহতের ভাই নাজমুল ইসলাম বলেন, আহত অবস্থায় আমানুজ্জামানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কানের প্রায় পুরো অংশই কামড় দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ছেড়া কান পুনরায় প্রতিস্থাপন করা যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ