প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া অনির্দিষ্টকালের বাস মালিক ও শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এবং যানবাহন চলাচল করছে।
৪ আগষ্ট রোজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এতে আশ্বাস দেওয়া হয়, তিন দফা দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের আশ্বাসে দিয়েছেন এবং ভবিষ্যতে এমন যেনো না হয় তাও বলেছেন। আমরা আশ্বাস্থ হয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছি।
প্রসঙ্গত, ৩ আগষ্ট রোজ রবিবার ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে ঝগড়ার ঘটনায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাস-মালিক ও শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচি দেওয়া হয়। এতে আন্ত:জেলা বাসসহ সকল প্রকার বাস চলাচল বন্ধ হয়ে যায়। কর্মবিরতির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি প্রয়োজনে গমনকারী যাত্রীরা আটকা পড়েন। ৪ আগষ্ট রোজ সোমবার সকাল থেকে সুনামগঞ্জ বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় কর্মবিরতি পালনকারী শ্রমিকরা পিকেটিং করায় যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।। সীমিত আকারে সিএনজি মোটর সাইকেল চললেও বেশিরভাগ শ্রমিক কর্মবিরতি পালনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে।
গতকাল ৩ আগষ্ট রোজ রবিবার জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ থেকে কিছু শিক্ষার্থী যাবার সময় ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি গাড়ি ভাঙচুর করেছে। শ্রমিকদের মারধর করে ক্যাম্পাসে আটকে রাখে (শিক্ষার্থীরা) বলে অভিযোগ জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এই ঘটনার বিচারের দাবিতে রবিবার বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশ প্রশাসনের সাথে তাদের বৈঠকের পর অবরোধ তুলে নেয়া হলেও, কর্মবিরতি চালিয়ে যান মালিক- শ্রমিকরা। যা সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যৌথ সভায় প্রত্যাহার করা হয়।
US BANGLA BARTA is proudly powered by WordPress