প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
শফিকুল ইসলাম শফিক##
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় শহিদদের রক্তের বিনিময়ে বৈশম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি পালন, আমার চোখে জুলাই বিপ্লব শহিদদের স্বরণে গ্রিন স্কুল ক্লিন স্কুল কর্মসূচি ৩ আগষ্ট রোজ শনিবার সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন ও বাস্তবায়ন করেছে জেলা পরিষদ ও স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ঐ স্কুলের সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসক সুনামগঞ্জ। অন্যানদের মাঝে বক্তব্য দেন, আয়েশা আমার, নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সুনামগঞ্জ, বিজন কুমার তালুকদার অধ্যক্ষ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ,হাসিবুল হাসান ডিউ সহকারী কমিশনার সুনামগঞ্জ, মোঃ মনিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মধ্যনগর থানা,মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, উপজেলা কৃষি অফিসার মধ্যনগর, শহিদ আয়েতউল্লার বাবা হাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য স্কুলের সামনে পরিবেশ বান্দব গাছ লাগান।
US BANGLA BARTA is proudly powered by WordPress