প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুরে দুই বোতল বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পর্যটক ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা এলাকার ভক্ত বর্মনের ছেলে রাজ বর্মন (২২)কে ১লা আগষ্ট রোজ শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনস্পট নীলাদ্রি লেক সংলগ্ন ট্যাকেরঘাট বাজার থেকে মদসহ রাজ বর্মন কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস।
জানাযায়, উপজেলার নীলাদ্রি লেক পাড় ও ট্যাকেরঘাট বাজারে এক অভিযান পরিচালনা করে দুই বোতল বিদেশী মদসহ রাজ বর্মন (২২) কে আটক করেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস ও তার দল।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দুই বোতল মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress