জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের নলুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাকিব (১৮) নামে এক যুবক মৃত্যু বরন করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ৩১শে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে সাত ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বেতাউকা গ্রাম নিবাসী আনর আলী ও তাঁহার ছেলে রাকিব আলী(১৮) নৌকা যোগে হাওরে মাছ ধরতে গিয়ে বেতাউকা নৌকা ঘাট এলাকায় স্থানীয় নাচনী বাজারের পূর্ব দিকে নলুয়ার হাওরে পল্লী বিদ্যুৎ এর আর্থি লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় শক খেয়ে রাকিব আলী(১৮) নৌকা থেকে পরে যায়। এসময় তার বাবার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় রাকিব আলী(১৮)কে উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, পল্লী বিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ