জগন্নাথপুরে টিকটক ভিডিও পোষ্টকে কেন্দ্র করে ১ জন নিহত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

জগন্নাথপুরে টিকটক ভিডিও পোষ্টকে কেন্দ্র করে ১ জন নিহত

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে বিতর্ককে কেন্দ্র করে সংঘর্ষে রুবেল (২৬) নামক যুবক নিহত হয়েছে। এবং আরো দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৫ শে জুলাই রোজ শুক্রবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সুনুওয়াখাই (লতিফ নগর) গ্রাম নিবাসী মৃত ইউসুফ আলীর ছেলে রুবেল মিয়া(২৬) এর সাথে ফেইসবুকে টিকটক ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে একই গ্রাম নিবাসী মৃত জনাব আলীর ছেলে টিকটক ভিডিওকারী মনির মিয়া(৫০) এর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মৃত ইউসুফ আলীর ছেলে রুবেল মিয়া(২৬) ও ইদ্রিস আলীর ছেলে সুলতান মিয়া(৩৫) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়া(২৬)কে মৃত ঘোষণা করেছেন। অপর আহত সুলতান মিয়া (৩৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল এর মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, সংঘর্ষে রুবেল নামক এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ