প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইসরাইল ও গাজার মধ্যে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। রোববার মেরিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, গাজার বিষয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।
এরআগে গত ৪ জুন ট্রাম্প একই ধরনের আশাবাদ জানিয়েছিলেন। সেসময় তিনি জানিয়েছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরাইল মেনে নিয়েছে।
হামাস এতে ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।
গাজায় পানির খোঁজে গিয়ে ইসরাইলের হামলায় ৭ শিশুর মৃত্যুগাজায় পানির খোঁজে গিয়ে ইসরাইলের হামলায় ৭ শিশুর মৃত্যু
যদিও ইসরাইল দাবি করেছে যে কাতারের প্রস্তাবে হামাস যেসব সংশোধনী দিয়েছে তা অগ্রহণযোগ্য। তবে তাদের প্রতিনিধিদল আলোচনার জন্য এখনো দোহায় রয়েছেন।
দোহায় আলোচনায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, ১০ জন জীবিত এবং ১৮ জন মৃত ইসরাইলি জিম্মির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হচ্ছে।
আনাদোলু বলছে, যদিও অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানা গেছে। তারপরও মূল সমস্যা হচ্ছে গাজার চারপাশে একটি বাফার জোনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ইসরাইলের একগুঁয়েমি।
গাজার দিকে রওয়ানা দিয়েছে নতুন আরেকটি ত্রাণবাহী জাহাজগাজার দিকে রওয়ানা দিয়েছে নতুন আরেকটি ত্রাণবাহী জাহাজ
যুদ্ধবিরতি হলেও, ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠিয়ে দেওয়ার লক্ষ্যে রাফায় সামরিক উপস্থিতি বজায় রাখার এবং একটি ‘সংগ্রহ শিবির’ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল।
এছাড়াও ১৩ জুলাই রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, তিনি গাজা যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে আশাবাদী।
এদিকে, গাজায় ইসরাইলের হামলায় রোববার একদিনেই নিহত হয়েছেন কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেলো।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest