সৌদি আরব এর সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

সৌদি আরব এর সাথে  সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সৌদি আরবের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। ২ রা জুন রোজ বুধবার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের কাছে চিঠি পাঠান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। এতে সম্পর্ক বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি।
চিঠিটি রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুলকারিম আল-খেরেজির কাছে পৌঁছে দেন।
২০১৬ সালে ইরান ও সৌদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় এ দুই দেশ আবারো এক হয়। তারা ওই বছরের ১০ মার্চ ফের সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। এরপর সেপ্টেম্বরে এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে।

সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ