জগন্নাথপুরে বিএনপি নেতা ফারুক’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, পৌর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

জগন্নাথপুরে বিএনপি নেতা ফারুক’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, পৌর বিএনপির নিন্দা

 

বিশেষ  প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া, ভিত্তিহীন ও মানহানিকর’ তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ ।
মঙ্গলবার জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক মো. সালাহ উদ্দিন মিঠু ও যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হারিছ উল্ল্যার ছেলে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদএকজন পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতা। তাকে উদ্দেশ্য করে একটি দুস্কৃতিকারী মহল মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়েছে। যা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফসল। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান ও ত্যাগকে কলুষিত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, এ ধরনের মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হতে জনসাধারন সহ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। এই ভুয়া সংবাদ অবিলম্বে সরিয়ে নেয়া হোক। অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

এ সংক্রান্ত আরও সংবাদ