প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করায় আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা(৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জানাযায়, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিগত ২৩শে জুন দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর পাড়ারগাঁও গ্রাম নিবাসী মৃত ছালিম উল্লাহ’র ছেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা (৪০) এর নেতৃত্বে তাহার নিজ বাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ,যুবলী, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন স্লোগান এর মধ্য দিয়ে কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এবং এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এরই পরিপেক্ষিতে কথিত আলাল হোসেন রানা (৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনকে আসামী করে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হামিদুর রহমান (বিপি-৮৯০৮১২৭০১৯) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ( জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ -২৮/০৬/২০২৫ইং,ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ( সংশোধনী২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩)।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করা হয়েছে। এই কার্যক্রম অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest