ইসরাইলের বিরুদ্ধে অভিযান চলবে, ব্যবহার হবে নতুন ক্ষেপণাস্ত্র- ইরান

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে অভিযান চলবে, ব্যবহার হবে নতুন ক্ষেপণাস্ত্র- ইরান

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ইসরাইলের শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। সেইসঙ্গে দেশটির বিরুদ্ধে পাল্টা বিধ্বংসী অভিযান চালিয়ে যাবে। এমনকি ব্যবহার করবে নতুন ক্ষেপণাস্ত্রও। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ী-নিক এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের জাতি একটি আরোপিত যুদ্ধে পড়েছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি স্তরের শক্তি ও সহনশীলতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানকে জোর দিয়ে উল্লেখ করে তিনি বলেন, ইরান নিজেকে রক্ষার জন্য সব ধরনের সামর্থ্য ব্যবহার করছে।
তালায়ী-নিক বলেন, আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সব সামর্থ্যই কাজে লাগাচ্ছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের খাত প্রশস্ত এবং সব শ্রেণির মানুষ এতে যুক্ত।
তিনি বলেন, শুক্রবার সকালে তেহরানের উত্তরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় ৬০ জন নিহত হন, যাদের মধ্যে ২০ জন শিশু ছিল এবং কিছু শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইসরাইলিদের দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই। সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ