প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫
ছবি: আনাদুলু
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ভারত মহাসাগরে ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে হানতে সহায়তাকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে ইরানি নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
১৪ জুন রোজ শনিবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে। এটি ইরানি ভূখণ্ডের দিকে ছোড়া ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছিল।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, প্রথম নৌ অঞ্চলের জনসংযোগ অফিসের এক বিবৃতি অনুসারে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা ব্যবস্থা ডেস্ট্রয়ারটিকে সনাক্ত করে এবং পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগে যুদ্ধ ড্রোন দ্বারা সতর্ক করে।
এক পর্যায়ে ওমান সাগরে ট্র্যাক করার পর জাহাজটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং ইরানি নৌবাহিনী সেটিকে আটক করে।
তবে ব্রিটিশ নৌবাহিনী এই ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest