প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে।১৩ জুন রোজ শুক্রবার দুপুরে গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।
বিশ্বম্ভরপুর পুলিশের তথ্যানুযায়ী, ১২ জুন বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের কৃষক সাইদুর রহমান তার মরিচ ক্ষেতে গ্রেনেড পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পায়। এরপর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় থাকা সেনাবাহিনীর ক্যাম্পে ঘটনাটি জানানো হয়।খবর পেয়ে ১৩ জুন শুক্রবার দুপুরে লেফটেন্যান্ট আল হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রথমে এটি পরীক্ষা-নিরীক্ষা করে। পরে সেটি মাটিতে পুঁতে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চারপাশের মাটি গর্ত হয়ে যায়।
সেনা কর্মকর্তা আল হোসাইন সাংবাদিকদের জানান, এই গ্রেনেডের মডেল হচ্ছে এম-৩৬। এটি ব্রিটিশ আমলে সরবরাহ করা হত। ১৯৭২ সালের পর আর এটি সরবরাহ করা হয়নি। এখানে গ্রেনেডটি প্রথম বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময়ে কোনোভাবে আসতে পারে। এটি মাটির নিচে ১০০ বছরের কমবেশি সময় সক্রিয় থাকে।
আল হোসাইন বলেন, এলাকাবাসীর উচিত ছিল আগেই বিষয়টি সেনাবাহিনীকে জানানো। এটি বিস্ফোরিত হলে জান-মালের অনেক ক্ষতি হতে পারত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest