প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এরপরই হোটেলের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা।
তবে ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে তার নির্ধারিত হোটেলে যাওয়ার পথে বিক্ষোভ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অপরদিকে, একই সময় বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে তার হোটেলের সামনে অবস্থা নেন।
ড. ইউনূসের আগমন ঘিরে লন্ডনে রাস্তার দুই পাশে দুই পক্ষ অবস্থান নিলে ব্রিটিশ পুলিশ তাদের মাঝে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করে।
এর আগে ব্রিটিশ কিং চার্লস দ্য থার্ডের আমন্ত্রণে চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রফেসর ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় তার হাত থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন তিনি।
তার আগে ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আগামী ১৩ জুন তিনি বৈঠক করবেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সুত্রঃ দৈনিক আমার দেশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest