জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৫

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি ##

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের জামাত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহে ৭ই জুন রোজ শনিবার সকাল ৭ টা থেকে ৯টার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছর গুলোর মতো এবারও জামাতে মুসল্লীদের ঢল ছিল।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ