টরেন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের নতুন সূচি

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

টরেন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের নতুন সূচি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটে  সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
১৪মে রোজ বুধবার বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-টরেন্টো বিজি ৩০৫/৩০৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়ার সময় ভোর পৌনে ৪টার পরিবর্তে ভোর ৩টা। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।
ঢাকা–লন্ডন বিজি ২০১/২০২ ফ্লাইটটি ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের বদলে সকাল ৭টায় ছাড়বে। লন্ডন থেকে আগের সময়ই উড়াল দেবে। শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা–লন্ডন ফ্লাইট ঢাকা থেকে সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে।

ঢাকা রোম বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১১টার পরিবর্তে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রস্থান করবে। রোম থেকে আগের সময়ই ছাড়বে। সুত্রঃ সমকাল অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ