জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
“মানসম্মত শিক্ষা নি‌শ্চিত ক‌রি, বৈষম‌্যমুক্ত বাংলা‌দেশ গ‌ড়ি” এই প্রতিপাদ‌্যকে সামনে রে‌খে সুনামগঞ্জের জগন্নাথপুর উপ‌জেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জ‌াতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপল‌ক্ষে ১০ মে রোজ শনিবার সকাল ১১ঘটিকার সময় রাধারমণ দত্ত হলরুমে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মাহবুবুর আল‌ম এর সভাপ‌তি‌ত্বে ও সহকারী শিক্ষা অফিসার রাপ্রুু চাই মারমার পরিচালনায় আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।
এতে প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব‌্য রা‌খেন,জগন্নাথপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বি‌শেষ অ‌তি‌থি হিসেবে বক্তব‌্য রা‌খেন, জগন্নাথপুর উপ‌জেলা বিএন‌পি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,ইউআর‌সি অ‌ফিসার মোস্তফা আহসান হা‌বিব, উপ‌জেলা প্রাণী সম্পদ অফিসার ডা, খা‌লেদ সাইফ উল্লাহ, সি‌নিয়র সাংবা‌দিক তাজ উ‌দ্দিন আহমদ, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিস‌ার মামুনুর রহমান হাওলাদার।
আ‌রো বক্তব‌্য রা‌খেন, হাছন ফা‌তেমা পুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক ধী‌রেন্দ্র চন্দ্র তালুকদার, কেশবপুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক মোশারফ হোসেন,‌চিক্কা সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক রুপক কা‌ন্তি দে,ওয়া‌হিদ উল্লাহ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক বা‌প্পি রানী দে প্রমুখ। এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ‌বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক, শিক্ষক, শিক্ষাথী সহ বি‌ভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপ‌স্থিত ছি‌লেন।
বক্তাগন তাদের বক্তব্যে ব‌লেন, এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। আ‌লোচনা সভা শে‌ষে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ