প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবীকে (সা:) নিয়ে বিরূপ মন্তব্যকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৮ই মে রোজ বৃহস্পতিবাী বিকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চরা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী, আশারকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ খান টুনু, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ প্রমুখ।মানববন্ধনে বক্তারা অভিযুক্ত প্লাবন সুত্র ধর এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ, গত সোমবার বিশ্বনবীকে (সা:) অবমাননা করে প্লাবন সুত্রধর নামের এক স্থানীয় তরুণ ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, অভিযুক্তকে বুধবার রাতে গ্রেপ্তার হয়। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest