জগন্নাথপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরন, বিভিন্ন মহলের অভিনন্দন

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

জগন্নাথপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরন, বিভিন্ন মহলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার ##

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর নব-নিযুক্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম সাপুকে ফুল দিয়ে বরন করা হয়েছে। এবং তাঁহার যোগদানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল এর লোকজন।
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ” এর নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ শহিদুল আলম সাপুর তাঁহার কর্মস্থলে ১৭ই এপ্রিল রোজ বৃহস্পতিবার যোগদান করেছেন। এসময় তাঁহাকে ফুলের তোড়া দিয়ে বরন করেছেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ (২০০৬ ব্যাচ)।
উক্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, বিয়ানীবাজার সরকারি কলেজ এর অধ্যাপক মোঃ শামীম মিয়া ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক,প্রভাষক,শিক্ষার্থী,সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জগন্নাথপুর উপজেলা শ্রীধরপাশা গ্রামের কৃতি সন্তান উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিসিএস ক্যাডার মোঃ শহীদুল আলম সাপু’র জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ এম সাদিকুর রহমান নান্নু,সমাজ সেবক মোঃ আলীনুর রশীদ, এজি শাহী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস ছালাম, বিশিষ্ট রাজনীতিবিদ আনিছুর রহমান তুতি, বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ূন কবির,বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুল হক, তরুন রাজনীতিবিদ ফিরোজুল হক, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ