প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
গাজ্জায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলের হত্যাযজ্ঞ ও ভারতে উগ্রবাদী হিন্দুদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে জগন্নাথপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজ্জায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ ও ভারতে উগ্রবাদী হিন্দুদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে তৌহিদী জনতার ব্যানারে শতশত জনতার অংশ গ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়। মাওলানা মোঃ ইসমাইল খান এর সভাপতিত্বে ও মোঃ মনসু আল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায়
বক্তব্য রাখেন, হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা মুফতী বদর উদ্দিন, জগন্নাথপুর তৌহিদী জনতার সমন্বয়ক হাফিজ মাওলানা ওমর ফারুক, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, ব্যবসয়ী জামাল উদ্দিন বেলাল,মাওলানা মতিউর রহমান, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, মাওলানা মতিউর রহমান শাসনবী, হাফিজ মাওলানা জামিল আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল বক্স, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ মাওলানা তাওহীদ আহমদ মমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজল আহমদ, মওলানা দিলোয়ার হোসাইন ও ছাত্রনেতা মাসুদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবিরাম গাজার মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও ভারতের উগ্রবাদী হিন্দুরা বর্বরোচিত নির্যাতন করা সহ হত্যা করছে। আমরা৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বর্বরোচিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং এই নির্মমতা বন্ধ হওয়া পর্যন্ত ইসরায়েলী পণ্য বর্জন করার মধ্য দিয়ে গাজাবাসীরা পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest