প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সুমন(২৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ৩ রা নভেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৭ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাগময়না গ্রাম নিবাসী মৃত মোঃ মতিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন মিয়া (২৯)কে ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। এবিষয়ে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ( জগন্নাথপুর থানার মামলা নং-০৪তারিখ-০৩/১১/২০২৪ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১)। তাকে ৪ ঠা নভেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress