প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
সিলেট প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ জদু মিয়া (৫২)। আজ সোমবার ১১টার সময় নিজ বাড়িতে মারা যান তিনি । মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছিলেন।

জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছু দিন যাবৎ কিডনী জনিত রোগে ভোগছিলেন। নির্বাচনি প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা করে অসুস্থ হয়ে গত ৫দিন যাবৎ বিছানায় ছিলেন। সকালে আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন। আমারা ভোট কেন্দ্রে থাকাবস্থায় ১১টার দিকে মারা যান তিনি।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতা জনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।
US BANGLA BARTA is proudly powered by WordPress