প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
স্টাফরিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে দু’পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। রক্তক্ষয়ী সংঘাত থেকে পরিত্রাণ পেয়েছেন এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জামালপুর গ্রাম নিবাসী শানু মিয়া গং ব্যক্তিবর্গ ও শহীদ মিয়া গং ব্যক্তিবর্গের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরই জের ধরে গতকাল ২৯ শে জানুয়ারী রোজ শনিবার সন্ধ্যালগ্নে উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ থানা প্রশাসনে পৌঁছে। এই খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তিনটি ঢাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোনো পুরুষ লোক না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
US BANGLA BARTA is proudly powered by WordPress