শক্তিয়ারগাঁও উত্তরপাড়া জামে মসজিদে মাইক সেট প্রদান করেছেন প্রবাসী গোলাব আলী

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

শক্তিয়ারগাঁও উত্তরপাড়া জামে মসজিদে মাইক সেট প্রদান করেছেন প্রবাসী গোলাব আলী

স্টাফ রিপোর্টারঃ

শক্তিয়ারগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ২৫ হাজার টাকা সমপরিমাণ মূল্যের এক সেট মাইক প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী।

সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও উত্তরপাড়া জামে মসজিদে আযান দেওয়ার লক্ষে এক সেট মাইক এর জন্য  ২৫ হাজার টাকা গতকাল শক্তিয়ারগাঁও উত্তরপাড়া নিবাসী কুটি মিয়া, সুহেল, আব্দুল তাহিদ ও গৌছ মিয়ার নিকট প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর ঘিপুড়া (রাজবাড়ী) গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক কলকলিয়া বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী।

এ ব্যাপারে শক্তিয়ারগাঁও উত্তরপাড়া গ্রাম নিবাসী মুসল্লীয়ামে কেরাম বলেন, মসজিদে মাইক না থাকায় আযান শোনা যেতনা।সময়মতো নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হতো। অন্য মসজিদের আযান শুনে নামাজে যেতাম। সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলীর অনুদানে মাইক সেট এনেছি। আল্লাহ উনার নেক হায়াত দান করুন, আমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ