প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
ইউএস বাংলা ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পুর্ব ফান্ডাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরী (৪০) নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত (১০ জানুয়ারি) রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাচপীরের মাজারে ওরস চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুর্ব ফান্ডাইল গ্রামে ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে ‘পূর্ব ফান্ডাইল জামে মসজিদ’র প্রতিষ্ঠা হয়। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও গ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকে। সম্প্রতি লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম সেফুল মসজিদটির নাম পরিবর্তন করে তার বাবার নাম ব্যবহার করার চেষ্ঠা করেন। এ নিয়ে একই গ্রামের তাউস মিয়া ও গাউছ মিয়াসহ তাদের লোকজনের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে ফান্ডাইল গ্রামের পাচপীরের মাজারে ওরস চলাকালে মধ্যরাতে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল চৌধুরী, তিতু মিয়া, বিলাল মিয়া, সজল মিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest