প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
ছাতক এর কাংলাজানকে আহমদ নগর গ্রাম নামকরণ করার দাবীতে গ্রামবাসীর আয়োজনে সম্প্রতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের শিল্পনগরী হিসাবে খ্যাত ছাতক উপজেলাধীন ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হায়দরপুর গ্রাম এর সন্নিকটে কাংলাজান নামক এলাকায় বসবাসরত জনসাধারণের আয়োজনে এই এলাকাকে আহমদ নগর গ্রাম নামকরণ করার দাবীতে এই গ্রামের জামেমসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে বিগত ২৪ শে নভেম্বর ২০২১ ইংরেজি দুপুরে ৭ নং ওয়ার্ড এর সদস্য হামিদ মিয়ার সভাপতিত্বে ও খলিলুর রহমান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলার ১ত নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার। তিনি তার বক্তব্যে বলেন এই জায়গায় টি বহুদিন পূর্বে জঙ্গল ছিল জনসাধারণ এদিকে চলাচল করতে ভয় পেত। আর এখন এখানে বসতি গড়ে উঠেছে। বিভিন্ন গ্রাম থেকে এখানে এসে বসতি গড়ে তুলেছেন এবং বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দার তারা। তাই তাদের ভালভাবে চলাফেরা জন্য এবং উন্নয়নের জন্য একটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া সুন্দর নামে চিহ্নিত করতে হবে। তবে আহমদ নগর গ্রাম হিসেবে নামকরণ করতে আমার এবং আমার ইউনিয়ন পরিষদের সর্বাত্নক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ সুহেল আহমদ,৫নং ওয়ার্ডের ইউ/পু সদস্য আকরুম আলী,মধু চৌধুরী,আব্দুল কুদ্দুস। গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ ইসাক আলী শিস্তী। তিনি তার বক্তব্যে বলেন ২০০০ খ্রিঃ আমি সর্ব প্রথম এই জঙ্গল বসতি গড়ে তুলি, খুবই ভয়ংকর জায়গা ছিল এখান নানা প্রজাতির হিস্রপ্রাণী বসবাস ছিল। আমি বসতি গড়ে তুলার পর থেকে জঙ্গল কেঁটে আবাদ করা শুরু করি এবং তার পরপর লোক জন বসতি গড়ে তুলে। এখন এখনে সব মিলিয়ে প্রায় ৬০ পরিবার আছে। ভোটা সংখ্যা নারী পুরুষ ৩৫০ জন রয়েছেন, ২০০৭ সালে এই পাড়া টি কে আহমদ নগর হিসেবে এলাকার সবার সহযোগিতার নামকরণ করা হয়, এখন আমরা জাতীয় ভাবে স্বীকৃতির অনুরুধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে । এছাড়া আরো বক্তব্য রাখেন আব্দুল মতিন, আনিছ মিয়া,বুরহান উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন নোমান আহমদ, তাজির মিয়া,আকিল মিয়া,শেবুল,মনা মিয়া,আব্দুল মনাফ,আমীর উদ্দীন, কাচা উল্ল্যা ,নিজাম মিয়া,এলকুস,লুৎফুর,বাবুল,জুনুর প্রমুখ।
আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী হাফিজ খাইরুল আহমদ এনাম।
আলোচনা সভা শেষে তিন ওয়ার্ডের নবনির্বাচিত তিন ইউ/পি সদস্য এবং চেয়ারম্যান সাহেব কে সম্মাননা স্বারক প্রধান করা হয় গ্রামবাসীর পক্ষে থেকে।
US BANGLA BARTA is proudly powered by WordPress