প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ খুলনা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করছেন চলতি বিপিএলে। তবে তার দল এলিমিনেটর ম্যাচ দিয়েই আসর শেষ করেছে। সেই রাজিন সালেহ এবার একটি সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আসন্ন আফগানিস্তান সিরিজে রাজিন দায়িত্ব পালন করবেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহর ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। খেলোয়াড়ি জীবনে ফিল্ডার হিসেবে বিখ্যাত ছিলেন। অনেকেই তাকে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার বলে থাকে। তার হাতেই আগামী দুই সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে রাজিন সালেহ ২২টি টেস্ট খেলেছেন। ৪৬ ইনিংস ব্যাট করে ২৫.৯৩ গড়ে তার সংগ্রহ ১১৪১ রান। সর্বোচ্চ ৮৯। ৪৩ ওয়ানডের ৪৩ ইনিংসে করেছেন ২৩.৯২ গড়ে ১০০৫ রান। সর্বোচ্চ অপরাজিত ১০৮*। ক্যারিয়ারে সেঞ্চুরি এই একটিই, ফিফটি ছয়টি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest