প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার স্কুল পর্যায়ে ৬১.৫৮ ভাগ আর মাদ্রাসায় দাখিলে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ এর দিক দিয়ে স্কুল পর্যায়ে ১৭ জন ও মাদ্রাসা থেকে মাত্র ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার ও জিপিএ-৫ কমছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২২৩ জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে কৃতকার্য হয় ১৩৬৯ জন।অকৃতকার্য হয়েছেন ৮৫৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন ৮৪৭ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৫৯০ জন।অকৃতকার্য ২৫৭ জন। আল জান্নাত মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পায়।এদিকে ভোকেশনাল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন অংশ নিয়ে ৩২ জন শিক্ষার্থী পাস করে।
হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৬৪ জন অংশ নিয়ে ৪৭ জন পাস করেছে। তমধ্যপ জিপিএ-৫ পেয়েছে দুই জন শিক্ষার্থী।
এ বঢ়াপারে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, জগন্নাথপুরের স্কুল পর্যায়ে পাসের হার ৬৯.৭৬ ভাগ।জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী ও মাদ্রাসায় পাসের হার ৬৯.৭৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৭৬.৭০ ভাগ। গত বছরের তুলনায় স্কুল ও মাদ্রাসা দুটোতেই পাসের হার কমছে। তিনি বলেন, বোর্ডের ফলাফলের সাথে এ উপজেলার সার্বিক ফলাফল সামঞ্জস্য রয়েছে। উল্লেখ্য গত বছর এসএসসির ফলাফলে স্কুল পর্যায়ে পাসের হার ছিল ৭৫ ভাগ আর মাদ্রাসা পর্যায়ে ছিল ৮১ ভাগ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest