দিরাই’র আ,লীগ নেতা প্রদীপ রায় সিলেটে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

দিরাই’র আ,লীগ নেতা প্রদীপ রায় সিলেটে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

দিরাইয়ের আওয়ামী লীগ নেতা প্রদীপ রায় (৫৫) কে সিলেটে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক একাধিক মামলার আসামী প্রদীপ রায় (৫৫) কে গতকাল ৮ই জুলাই দিবাগত রাত প্রায় আড়াই ঘটিকার সময় সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ লন্ডনী রোড এর ১৩৭ নাম্বার বাসা থেকে বিএনপি নেতাকর্মী আটক করে জালালাবাদ থানা পুলিশে হস্তান্তর করেছেন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। আজ ৯ জুলাই রোজ বুধবার তাদের কাছে হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ